প্রতিনিধি,মেমারী:-মারধরের অভিযোগে গ্রেপ্তার পূর্ববর্ধমানের মেমারী রেল স্টেশনের সহকারী ষ্টেশন মাস্টার।ধৃত সহকারী স্টেশন মাস্টারের নাম রাহুল ঘোষ। শুক্রবার রাত দশটা নাগাদ মেমারী রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাহুল ঘোষের কোয়াটারের সামনে একটি মোটর বাইক রাখা ছিল।রাহুল ঘোষ ডিউটি চলাকালীন স্টেশন থেকে রাতে কোয়ার্টারে যান। কোয়াটারে সামনে সেই সময় রাখা বাইক টিকে তিনি ফেলে দেন।পাশের কোয়াটারে থাকা মনোজ শর্মার বাইক। তিনিও পেশায় রেলকর্মী। পাশেই তার ছেলে মনিশ শর্মা সেই সময়ে বসে ছিলেন। রাহুল ঘোষ বাইকটি ফেলে দিতেই মনিশ প্রতিবাদ করেন।কি কারণে বাইকটি ফেলে দেওয়া হল জিজ্ঞাসা করতেই তার উপরে চড়াও হয়ে মারধর শুরু করে রাহুল ঘোষ।অভিযোগ সেই সময় রাহুল ঘোষ মদ্যপ অবস্থায় ছিলেন।
পাশাপাশি ওই সময় রাহুল ঘোষের বাবা কোয়াটার থেকে বেরিয়ে গিয়ে কাঠ দিয়ে মনিশ শর্মার মাথায় আঘাত করে। সেই সময় মনিশকে বাঁচাতে তার দিদি ও বোন গেলে তারাও রেহাই পায়নি। চুলের মুঠি ধরে গালে চড় থাপ্পড় মারে রাহুল ঘোষ বলে অভিযোগ। প্রতিবেশীরাও বাধা দিতে গেলে তাদের গায়ে হাত তোলেন অভিযুক্ত সহকারী স্টেশন স্টেশন মাস্টার।ঘটনাটি ঘটে মেমারি থানা থেকে ঢিলছোড়া দূরত্বে রেল কোয়াটারে ঘটে। রাতেই মেমারি থানা থেকে পুলিশ অভিযুক্ত রাহুল ঘোষকে গ্রেপ্তার করে। শনিবার সকালে পরিবারের অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠায়। আহত মনিশ শর্মাকে মেমারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় তিনটে সেলাই পড়ে।