তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কাঁকসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁকসা হাটতলা, কাঁকসা মিরে পাড়া সহ বিভিন্ন এলাকায় প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্রে সাধারণ মানুষদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
সেই সমস্ত এলাকা পরিদর্শন করলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং, এছাড়াও ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাবিরুল মল্লিক, তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় সহ কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। প্রশাসনের পাশাপাশি কাঁকসা ব্লকে কড়া নজরদারি রেখেছে তৃণমূল কর্মীরাও।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং জানিয়েছেন,কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছেন ইয়াস ঝরের মোকাবিলা করতে। ইতিমধ্যে যে সমস্ত এলাকায় কাঁচা বাড়িতে মানুষ বসবাস করছেন সে সমস্ত এলাকা থেকে মানুষদের সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে। সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি নজর রাখা হয়েছে কোথাও কেউ বিপদে পড়লে তৎক্ষণাৎ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসবেন।
তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি বলেন তারা ইতিমধ্যে ছোট ছোট দল তৈরি করে বিভিন্ন এলাকায় নজরদারি চালাচ্ছেন। সমস্ত তৃণমূল কর্মীদের নজর রাখতে বলা হয়েছে কোথায় কোনো ঘটনা ঘটলে দল তৈরি করা আছে তৎক্ষণাৎ সেই দল সেখানে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগাবে।