তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে রাজ্য সরকারের নির্দেশ মতো কাঁকসা ব্লকে প্রতিটি এলাকায় চলছে প্রশাসনের নজরদারি। প্রশাসনের পক্ষ থেকে বারবার এলাকার মানুষকে সচেতন করা হলেও কাঁকসার আয়মা ও সিলাম পুর এলাকায় দামোদর নদের চরে বসে তাস খেলছিল একদল মানুষ। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ লাঠি নিয়ে তাড়া করে সেই সমস্ত মানুষদের নদী থেকে দূরে সরালো।
বুধবার সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয় দামোদর নদে। এর ফলে দামোদর নদের জল বাড়ার আশঙ্কা দেখা দেয়। দামোদর নদের জল বাড়লে সমস্যায় পড়তে হয় দামোদর নদের তীরবর্তী বাসিন্দাদের। তাই সকাল থেকেই দামোদর নদের তীরবর্তী এলাকায় নজরদারি চালায় প্রশাসন। সকাল থেকেই দামোদর নদের তীরবর্তী গ্রামগুলি থেকে সমস্ত মানুষকে সরানোর কাজ শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। চলছে নজরদারি।