তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-প্রশাসনের পাশাপাশি ঝড়ের মোকাবিলায় প্রস্তুত কাঁকসা হাটতলার তৃণমূল কর্মীরা। বুধবার সকাল থেকেই কাঁকসা হাটতলা সংলগ্ন কাঁচা বাড়ি তে বসবাস করা মানুষদের সরিয়ে নিয়ে আসা হয় কাঁকসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের পাশাপাশি তারাও সর্বদা প্রস্তুত রয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে সমস্ত কাঁচা বাড়িতে মানুষ বসবাস করছে। কোন বড় দুর্ঘটনা ঘটার আগেই কাঁকসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সেই সমস্ত মানুষদের থাকার ও খাবার ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।পাশাপাশি বিপর্যয়ের মোকাবিলা করতে তৃণমূল কর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে সকাল থেকেই।