তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ইয়াস ঝড়ের মোকাবিলা করতে প্রস্তুত প্রশাসন। বিভিন্ন এলাকায় চলছে নজরদারি।বুধবার সকাল থেকেই কাঁকসার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন গলসির বিধায়ক নেপাল ঘরুই। তিনি জানিয়েছেন প্রশাসন পুরোদমে প্রস্তুত ঝড়ের মোকাবিলা করতে। প্রতিটি এলাকায় কড়া নজরদাড়ি রাখা হয়েছে।কাঁকসা থানার পুলিশের পাশাপাশি প্রশাসনের আধিকারিকদের সাথে দেখা করে কাঁকসা প্রশাসন কতটা প্রস্তুত তা খতিয়ে দেখেন তিনি। এছাড়াও যে সমস্ত এলাকায় সাধারণ মানুষদের নিরাপদ স্থানে রাখা হয়েছে সেই সমস্ত এলাকা গুলি পরিদর্শন করা হয়েছে। প্রশাসন নজর রাখছে সব দিকে।
আরো পড়ুন:- ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্ক রয়েছেন কাঁকসা ব্লকের ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে প্রশাসন