তনুশ্রী চৌধুরী, পানাগড়:- ঘূর্ণি ঝড় 'ইয়াস' এর মোকাবিলা করতে প্রস্তুত গলসি ১নম্বর ব্লক প্রশাসন। যে সমস্ত মানুষ কাঁচা বাড়িতে বসবাস করছেন সেই সমস্ত মানুষদের এলাকার সমস্ত প্রাথমিক বিদ্যালয় গুলিতে সাধারণ মানুষদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়।
এছাড়াওবুদবুদ গ্রাম পঞ্চায়েত ও বুদবুদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘূর্ণিঝড় 'ইয়াস' এর জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে।অঞ্চলের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে, বিদ্যালয় গুলিতে থাকা মানুষের জন্য রান্নার ব্যবস্থা করা হয়েছে।
পরিদর্শন করেন গলসী ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবলীনা দাস, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সহকারী সভাপতি জাকির হোসেন, বুদবুদ গ্রাম পঞ্চায়েত উপ প্রধান রুদ্র প্রসাদ কুণ্ডু সহ বুদবুদ অঞ্চলের নেতা কর্মীরা।