সোমনাথ মুখার্জি,অন্ডাল:- কৃষক আন্দোলনের ৬ মাস পূর্তি উপলক্ষে কৃষি আইন বাতিল ও গণ টিকাকরণের দাবিতে বুধবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন হল বাম গণ সংগঠনগুলির ডাকে। রাজ্যের বিভিন্ন জায়গায়তেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
উখরার শংকরপুর মোড়ে বুধবার কৃষক আন্দোলনের সমর্থনে বিক্ষোভ দেখায় বাম কর্মী-সমর্থকরা। সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত চলে বিক্ষোভ।বিক্ষোভে সামিল হয় citu/aiks/Aidwa/Dyfi/Sfi, উপস্থিত ছিলেন বামনেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায়,অঞ্জন বক্সী সহ অন্যান্যরা।
অঞ্জন বাবু জানন কৃষি আইন বাতিলের দাবিতে ছয় মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে দেশের কৃষকরা। তারা এখনো রাস্তায় থেকে আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছে। তাদের সমর্থনে আজ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। আজকে আমাদের বিক্ষোভ তার-ই অংশ।
পাশাপাশি, তিনি বলেন কোভিডে দেশজুড়ে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, তাই বিনামূল্যে কোভিডের গনটিকাকরণ ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবিও জানানো হয়। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন কর্মসূচি পালন করা হয় বলে জানান অঞ্জন বাবু।