তনুশ্রী চৌধুরী,পানাগড়:- পানাগড়ের দার্জিলিং মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জন। বৃহস্পতিবার সকালে পানাগড়ের দার্জিলিং মোড় থেকে পানাগড় বাজারে যাওয়ার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চায়ের দোকানে পাঁচজন কে ধাক্কা মারে। প্রথমে পাঁচটি মোটরসাইকেল ধাক্কা মারে এবং মোটরসাইকেলের পরে দাঁড়িয়েছিল ৫ জন তারা চায়ের দোকানে চা খাচ্ছিল তাদের কেও ধাক্কা মারে লরি টি বলে জানিয়েছেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় ওই পাঁচ জনকে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দা প্রসূন ব্যানার্জি জানান চায়ের দোকানে কয়েকজন চা খাচ্ছিলো এবং রাস্তার উপরে কয়েকটি মোটরসাইকেল দাঁড় করানো ছিলো।আচমকাই দ্রুতগতিতে একটি লরি মোটর সাইকেলে ধাক্কা মারে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের ধাক্কা মারে। তারা সকলেই চায়ের দোকানে চা খাচ্ছিল বলে জানিয়েছেন প্রসূনবাবু।
গুরুতর আহত অবস্থায় ওই পাঁচ জনকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।হাসপাতালের চিকিৎসক ডক্টর অঙ্কন মুখার্জি জানিয়েছেন দুর্ঘটনায় আহত ৫জনকে হাসপাতালে আনা হয়েছিলো। যার মধ্যে ১জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।বাকি ৪জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।
কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ জানিয়েছেন যে চার জনকে মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে তাঁদের মধ্যে ৩ জনের পরিবারের সাথে কথা বলে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানাতর করার প্রক্রিয়া চলছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ গিয়ে লরিটিকে আটক করে। ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালায় চালক ও খালাসি।
পানাগড় বন্ধন ব্যাংকের ইউনিট ম্যানেজার চিরঞ্জিত মন্ডল জানিয়েছেন সকলেই নিত্যদিনের মত কাজে বেরোয়। পানাগড় গ্রাম মোড়ে ব্যাংকের থেকে তারা বেরিয়ে দার্জিলিং মোড়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন।সেই সময় ঘটে দুর্ঘটনা। তবে হাসপাতালে ৫জন কে আনা হয়েছিলো।একজনকে প্রাথমিক চিকিৎসার পর বাকিদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।আহতরা হলেন অনিমেষ দাস,সমীর মন্ডল,দেবেশ সিং,পলাশ ঘোষ,রাধা কুমুদ গোস্বামী।