তনুশ্রী চৌধুরী,পানাগড়:- রবিবার ছিলো ২৬তম রোজা। তাই ২৬ তম রোজার দিন এলাকার ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য ইফতার পার্টির ব্যবস্থা করলো তৃণমূল কংগ্রেস।রবিবার সন্ধ্যায় পানাগড় বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়।পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূলের জেলা কমিটির সদস্য সন্দীপ মহল জানিয়েছেন তৃণমূল সব ধর্মের মানুষদের নিয়ে চলে।সবাই সব ধর্মের অনুষ্ঠানে সামিল হই সকলে। সামনেই ঈদ তাই ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে ইসলাম ধর্মের মানুষের জন্য ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।তবে কোভিড বিধি নিষেধ মেনেই সব কিছু করা হয়েছে।