নীলেশ দাস,রানীগঞ্জ:- সময়ের সঙ্গে সঙ্গে সারা দেশের সাথে সাথে রাজ্যেও নিজেকে ক্রমশ উন্নততর করে আরও ভয়ংকর হয়ে উঠছে কোভিড। আর এই সংক্রমণ ভাইরাস কোভিড ভয়ঙ্কর আকার নিয়েছে পশ্চিম বর্ধমানের খনি অঞ্চলেও, ইতিমধ্যেই খনি অঞ্চলের বেশ কিছু এলাকাতে গত কয়েক দিনে মৃত্যুর ঘটনা ঘটেছে প্রতিদিনই, আর এসব বিষয়কে নজরে রেখে এবার রানীগঞ্জের অন্যান্য অংশের সাথে সিয়ারসোল ও স্কুল পাড়ার অশোক পল্লী কলোনি এলাকাতে প্রাথমিক পর্যায়ে স্যানিটাইজেশনের উদ্যোগ নিল রেড ভলেন্টিয়ারের দল।আজ রবিবার সংগঠনের ছাত্র ও যুব সদস্যদের সাথেই আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী বাড়ি বাড়ি ও অলিতে-গলিতে পৌঁছে স্যানিটাইজেশনের কাজ শুরু করলেন। তিনি এ দিন বলেন বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজন কোভিড টেস্টিং সেন্টারের, যা করার জন্য তিনি জেলাশাসকের সঙ্গে আলোচনাও করেছেন, স্বাস্থ্য দপতর, সিএমওএইচের সাথে কথা বলেছেন। একই সাথে এলাকায় রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।