প্রতিনিধি,দুর্গাপুর:-গত শুক্রবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন দুর্গাপুরের বাসিন্দা তথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর এক পুলিশ আধিকারিক।পুলিশ সূত্রে জানা গেছে নিখোঁজ হওয়া ওই পুলিশ আধিকারিক এর নাম তরুণ দাস। আসানসোল দুর্গাপুর পুলিশ এর ওয়ারলেস অপারেটর পদে কর্মরত ছিলেন তিনি।
শনিবার গভীর রাত্রে বুদবুদ থানা এলাকায় রাস্তার ধার থেকে একটি মৃতদেহ উদ্ধার করে বুদবুদ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে রবিবার নিখোঁজ হওয়া পুলিস আধিকারিকের দেহ শনাক্ত করে পরিবার। কিভাবে ওই পুলিশ আধিকারিক এর মৃত্যু হয়েছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।
শুক্রবার সিটি সেন্টারের আলাউদ্দিন খাঁ বীথির বাড়ি থেকে বাজার করতে বেরিয়ে ছিলেন তরুণ দাস নামের ওই পুলিশ আধিকারিক তারপর থেকেই তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর সিটি সেন্টার ফাঁড়িতে অভিযোগ জানিয়েছিলেন পরিবারের সদস্যরা।