এবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গতিষ্ঠা অঞ্চল শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো।গতকাল থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন জখম হয়।
এদিন সকালে গতিষ্ঠার পিলসুয়া গ্রামে নতুন করে অশান্তি হয়।তৃণমূল কংগ্রেস কর্মী মড়াই শেখের অভিযোগ, পাশের গ্রামে তার ছেলে ও স্ত্রী যাচ্ছিল।সেই সময়ে বিজেপির কর্মী সমর্থকরা তাদের ঘিরে ধরে মারধর করে। অন্যদিকে বিজেপি কর্মী বনমালী কর্মকার বলেন,পিলসুয়া গ্রামে দু'দলের মধ্যে ঝামেলা হচ্ছিল বুধবার সকালে তখন দাদা ঝামেলা আটকাতে গেলে তাকে মারধর করা হয়।তার পায়ে ধারালো অস্ত্রের কোপ মারা হয়।যুযুধান শাসক বিরোধী দু'দলেরই অভিযোগ বীরভূম থেকে লোক এসে এলাকায় বোম বাঁধছে ও বোমাবাজি করছে।
জখমদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।জখম তৃণমূল কংগ্রেসের দু'জন কর্মী ভর্তি হাসপাতালে। আর বিজেপির একজন ভর্তি।তবে জখম বিজেপি কর্মীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয়েছে।