ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পূর্ব বর্ধমানের বৈকন্ঠপুর ২ পঞ্চায়েত এলাকার হ্যাচারি রোড ও বর্ধমান পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লী এলাকা। ভাঙচুর করা হয় দুটি ক্লাব ও দুটি তৃণমূল সমর্থকের বাড়ি।তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে জেলা বিজেপি পার্টি অফিস থেকে একদল যুবক হাতে লাঠি নিয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে এলাকায় ঢোকে। বৈকন্ঠপুরের হ্যাচারি রোড এবং বর্ধমান পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লী এই দুটি পাশাপাশি হওয়ায় তারা এই এলাকায় ঢুকে দুটি পার্টি অফিসে ভাঙচুর চালায়। দু'জন তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে তৃণমূল নেতৃত্বের তরফে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় একজন তৃণমূল কর্মীও আহত হয়েছেন। বেশ কয়েকটি বাইকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
এলাকার বিজেপি কর্মীদের ইন্ধনে এবং তৃণমূল কংগ্রেসকে বদনাম করার লক্ষে বিজেপি এই ঘটনা ঘটাচ্ছে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান থানায় এবিষয়ে অভিযোগ জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশি টহলদারি চলছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।