ভ্যাক্সিন নিতে এসে সাধারণ মানুষের হয়রানির মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ডোজ কোভিশিল্ড দেওয়া বন্ধ আছে। কেবলমাত্র দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিন বা কোভিশিল্ড দেওয়া হচ্ছে।তাও মাত্র ৩৫০ জনকে টোকেন দেওয়া হচ্ছে।
বিভিন্ন শহর গ্রাম দুরদুরান্ত থেকে মানুষ আসছেন।রাত দুটো থেকে লাইন পড়ছে। লাইন প্রায় হাজার মানুষ ছাপিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেকে-ই বয়স্ক অসুস্থ। তাদের বাথরুম না গিয়ে টিফিন বা জল না খেয়ে ৮ বা ৯ ঘন্টা লাইনে দাড়াতে হচ্ছে। এরপর বিফল মনোরথ হয়ে ফিরে যাচ্ছেন বেশিরভাগ। তার উপর রয়েছে সংক্রমণের ভয়। তারা চান ; আবার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্যাক্সিন দেওয়া শুরু হোক। তাহলেই চাপ কমতে পারে।
বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানিয়েছেন; সরবরাহ কম থাকায় সমস্যা হচ্ছে। সরবরাহ বাড়লে আর সমস্যা থাকবে না।