তনুশ্রী চৌধুরী,পানাগড়:-স্বাস্থ্যবিধি শিকেয় তুলে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজের টিকা করন শুরু হলো শুক্রবার থেকে।ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ ভোর থেকে বহু মানুষ দ্বিতীয় ডোজের জন্য লাইন দিয়েছেন কিন্তু কর্তৃপক্ষ সঠিক ভাবে পরিচালনা না করায় ভিড় জমে যায় হাসপাতালে।স্থানীয়রা বলেন টোকেনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হলেও কবে কার নম্বর সেই নিয়ে বিভ্রান্তি শুরু হয়েছে। যার জেরে হাসপাতালে ভিড় জমে যায়।সাধারণ মানুষ বলেন যে হারে হাসপাতালে ভিড় জমেছে সুস্থ্য হতে ভ্যাকসিন নিতে এসে উলটে করোনায় আক্রান্ত হয়ে যাবে সকলে।