গতকাল গভীর রাতে পূর্ব বর্ধমানের ভাতারের আরা গ্রামের কৃষ্ণানন্দ দত্ত নামে এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।বিজেপি কর্মী কৃষ্ণানন্দ দত্তের স্ত্রী ইতু দত্ত লিখিত অভিযোগ করেন ভাতার থানায়।
ইতু দত্ত জানান গতকাল গভীর রাতে আমাদের সদর দরজা দাউ দাউ করে জ্বলতে দেখে আমার শাশুড়ি মা চাপা দত্ত।চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে আগুন নেভায়।কে আগুন লাগিয়েছে তা দেখতে পাইনি তবে তৃণমূল কংগ্রেসের কর্মী মনোতোষ সামন্ত ও মৃণাল পাঁজা ভোটের রেজাল্টের পর আমাদেরকে বার বার হুমকি দিচ্ছে।অপরদিকে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করেছে।আড়া গ্রামের তৃণমূল কংগ্রেসের কর্মী কৃষ্ণ গোপাল মণ্ডল বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা অভিযোগ করছে বিজেপি, এলাকায় অশান্তি লাগাবার চেষ্টা করছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে বিজেপি। তৃণমূল কোনদিন এই ধরনের কাজ করে না।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।