আউশগ্রামের পিচকুড়ি গ্রামের মাঠ থেকে উদ্ধার হল ২২ টি তাজা বোমা
May 07, 2021
0
ভোট পরবর্তী হিংসা অব্যাহত গোটা রাজ্যজুড়ে।আর তারই মাঝে পূর্ব বর্ধমানের আউশগ্রামের উক্তা পঞ্চায়েতের পিচকুড়ি গ্রামের মাঠ থেকে উদ্ধার হল ২২ টি তাজা বোম।এই ঘটনায় এলাকার মানুষ চরম আতঙ্কিত।
উলেখ্য গতকালই পিচকুড়ি গ্রামে জমিতে পড়ে থাকা ৪ টি বোম দেখতে পান গ্রামের বাসিন্দারা। গতকাল আউশগ্রাম থানার পুলিশ গিয়ে ওই চারটি বোমা উদ্ধার করে নিয়ে যায়।ফের আজ পিচকুড়ি গ্রামের ডিভিসির সেচখালের ধারে তিল জমিতে আবারও ২২ টি বোম দেখতে পান গ্রামবাসীরা।এই ঘটনায় গ্রামজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।এই ঘটনার পর যে কোনো রকম অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে এলাকায়।বোমা গুলিকে নিস্ক্রিয় করার জন্য সিআইডি বোম স্কোয়ার্ডকে খবর দেওয়া হয়েছে বলে জানান ডিএসপি/ ডিএনটি অরিজিৎ পাল চৌধুরী।