ভোট পরবর্তী হিংসায় পূর্ব বর্ধমানের নবগ্রামে বিজেপি কর্মীর মাকে ধর্ষণের পর খুন করা হয়েছিল বলে জানালেন কেন্দ্রীয় তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান।
ভোটের ফল ঘোষণার পর রাজনৈতিক হিংসার বলি হন বিজেপি কর্মী আশীষ ক্ষেত্রপালের মা কাকলি ক্ষেত্রপাল ।পূ্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রামর ষষ্ঠিতলার বাসিন্দা এই মহিলাকে ধর্ষণ করার পর খুন করা হয় বলে বৃহস্পতিবার জানালেন কেন্দ্রীয় তপলিশি জাতি কমিশনের চেয়ারম্যান বিজয় সাম্পলা।
একই সঙ্গে তিনি জানান হিংসার কারণ ও হিংসা পরবর্তী পরিস্থিতি সরোজমিনে খতিয়ে দেখতেই তিনি ও ভাইস চেয়ারম্যান অরুণ হালদার এদিন নবগ্রামে এসেছেন ।কিন্তু হিংসা পরবর্তী আতঙ্ক এখনও অব্যাহত থাকায় নিহতের পরিবার কিংবা প্রতিবেশী কারুর সঙ্গেই তাঁরা কথা বলতে পারলেন না ।কারণ কোনও বাড়িতেই তারা কাউকে দেখতে পান নি বলে চেয়ারম্যান বিজয় সাম্পলা জানান ।
কড়া পুলিশি পাহারায় এদিন বেলা সাড়ে ১১ টা নাগাদ কেন্দ্রীয় তপশিলি জাতি কমিশনে চেয়ারম্যান বিজয় সাম্পলা ও ভাইস চেয়ারম্যন অরুণ হালদার নবগ্রাম ষষ্ঠিতলা গ্রামে পৌঁছান ।জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ,জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন সহ জেলা প্রশাসন ও পুলিশের অন্য উচ্চ পদস্থ কর্তারাও কমিশনের প্রতিনিধিদের সঙ্গে এদিন নবগ্রামে যান।
ঘটনাস্থল ঘুরে কেন্দ্রীয় তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান বিজয় সাম্পলা বলেন, কাকলি ক্ষেত্রপালের মৃত্যুর ঘটনা নিয়ে অভিযোগ পেয়েছেন বলেই তাঁরা নবগ্রামে এসেছেন । কিন্তু নিহতের পরিবায় কিংবা তাঁদের প্রতিবেশী কাউকে তাঁরা বড়িতে পেলেন না । এর থেকেই তাঁদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে নবগ্রামে এখনও আতঙ্কের পরিবেশ রয়েছে । গত ৩ মে ভোট পরবর্তী হিংসায় নবগ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী বিভাস বাগ খুন হন । এদিন তাঁর বাড়িতে না যাওয়ার কারণ জানতে চাইলে বিজয় সাম্পলা বলেন ,যাদের বিষয়ে তাঁরা অভিযোগ পেয়েছেন শুধু তাদের বাড়িই যাচ্ছেন এবং খোঁজ খবর নিচ্ছেন।