সাতদিনের মধ্যে ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে। মারধর আর ভাঙচুরে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপদ্রত এলাকা পরিদর্শনের পর জেলা প্রশাসনকে এই নির্দেশ দিয়ে গেলেন জাতীয় তপশিলী কমিশনের চেয়ারপারসন বিজয় সাম্পলা।
নির্বাচনের ফল ঘোষণার পর যে সব এলাকাগুলিতে আক্রমণ হয়েছিল তার দুটি জায়গা আজ পরিদর্শনে আসেন জাতীয় তপশিলী কমিশনের চেয়ারপারসন বিজয় সাম্পলা। এদিন তিনি প্রথমে জামালপুরের নবগ্রামে যান। সেখানে নিহত কাকলি ক্ষেত্রপালের বাড়ি সহ এলাকা ঘুরে দেখেন। এরপর মিলিকপাড়ায় যান। সেখানে ভেঙে দেওয়া ঘর ও দোকান ভাঙা যায় সেখানে ঘুরে দেখেন।এই দুটি জায়গায় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের ও কমিশনের প্রতিনিধিরা।
এরপর কমিশনের চেয়ারপারসন ও প্রতিনিধিরা জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ও জেলা পুলিশসুপার কামনাশীষ সেন সহ অন্যান্য আধিকারিকদের সাথে বৈঠক করেন বর্ধমানের সার্কিট হাউসে।
বৈঠক শেষে বিজয় সাম্পলা সাংবাদিকদের জানান; তার কাছে বেশ কিছু ঘরভাঙার অভিযোগ এসেছে। বহু মানুষ ঘরছাড়া। তিনি পুলিশসুপারকে নির্দেশ দিয়েছেন এক সপ্তাহের মধ্যে ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে। আর যারা এইসব দুস্কর্ম করারা সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি আরো জানান; এর মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে কমিশনের ভাইস চেয়ারম্যান এখানে এসে কাজের অগ্রগতি কতটা হল তা দেখে যাবেন।