ঘূর্ণিঝড় ইয়াসের আগে পুলিশের মানবিক মুখ দেখা গেলো। সোমবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং বর্ধমান থানার সহযোগীতায় বর্ধমান স্টেশনে থাকা পথ শিশুদের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হল।
এমনিতেই লকডাউনে ঠিকমতো তাদের খাবার জুটছে না।আবার এরমধ্যে দুর্যোগের ভ্রুকুটি। ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'ইয়াস'।টানা দুর্যোগ চলবে। এই সময়ে যাতে কোন রকম খাবারের অসুবিধা না হয় শিশুদের।
সেই বিষয়টি ভেবেই পূর্ব বর্ধমান জেলা পুলিশ এর পক্ষ থেকে ২০০ টি পথ শিশুকে শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হল। প্যাকেটের মধ্যে ছিলো শুকনো চিড়ে ,কলা ,মিষ্টি,সহ নানা শুকনো সামগ্ৰী। এদিন খাদ্য বিতরণের পাশাপাশি মাস্কও বিতরণ করা হয় ।
পাশাপাশি বর্ধমান থানা এদিন মোট ৫০০ শিশুর হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় ।তারমধ্যে শহরের কোড়া পাড়া এলাকায় ৩০০ শিশু ছিল।এদিন এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায়, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র,বর্ধমান থানার আইসি পিন্টু সাহা ,ট্রাফিক ডিএস পি।