তনুশ্রী চৌধুরী,পানাগড় :- ধেয়ে আসছে ঘূর্ণি ঘর 'ইয়াস'। কাঁকসায় ঘূর্ণি ঝড়ের মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত রয়েছেন পানাগড় বনদফতরের কর্মীরা।পানাগড় বন দফতরের রেঞ্জার সুভাষ চন্দ্র পাল জানিয়েছেন, ঝড়ের মোকাবিলা করতে তারা বন কর্মীদের দল কে প্রস্তুত থাকতে বলেছেন।
উচ্চ ক্ষমতা সম্পন্ন সমস্ত যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। যেখানে দুর্যোগের খবর আসবে বনদফতরের দল সেখানে তৎক্ষণাৎ পৌঁছাবে। ঝড়ের মোকাবিলা করতে বনদফতর সর্বদা প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।এছাড়াও এলাকায় যে সমস্ত জায়গার মানুষ কাঁচা বাড়িতে বসবাস করেন তাদেরকে পাকা বাড়িতে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এছাড়াও গবাদি পশুদের নিরাপদ জায়গায় থাকার কথা বলা হয়েছে।