নীলেশ দাস আসানসোল:-একদিকে করোনা সংক্রমণ,অপরদিকে লকডাউন।এই পরিস্থিতিতে সরকারের পরিষেবার আশায় বসে আছে মানুষ। এই সময় এগিয়ে এসেছে বহু স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্লাব। এরকম পরিস্থিতিতে এমনই এক নজির দেখা গেলো আসানসোলের সিটি কেবিলের ।
কোভিড পরিস্থিতি মোকাবিলায় মুমূর্ষু রোগির কাছে অক্সিজেন পৌছে দিতে এগিয়ে এল সিটি কেবিলের। সোমবার আসানসোল সিটি কেবিলের পক্ষ থেকে কয়েকটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হল আসানসোল পৌরনিগম কে।
এদিন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন,মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলে মানুষকে নিয়ে চলতে হবে,মানুষের সঙ্গে থাকতে হবে।এই সাধু উদ্যোগকে স্বাগত জানাবার জন্য উপস্থিত হয়েছি।জয়দীপ মুখার্জীর ও চান এই কর্মসূচি টা পৌরনিগমের সাথে যুক্ত হক।আসানসোল বাসীদের জানাতে চায়।যেখানে অক্সিজেন কম পড়বে।জয়দীপ কে ব্যাক্তিগত ভাবে ফোন করতে পারে।
প্রবীর ধর কে করতে পারে,মহিলা থানার অন্যান্য ম্যাডাম কেও ফোন করতে পারে,আসানসোল জেলা হাসপাতালের সুপার সাহেব কে ও করতে পারেন এবং আসানসোল পৌরনিগমে ফোন করলে আমরা তাদের বাড়িতে পৌঁছে দিতে পারি।অক্সিজেনের জন্যে আসানসোলের কোনো মানুষের অসুবিধা এ আমরা চাইবো না বলে জানান তিনি।
অন্যদিকে সিটি কেবিলের কর্ণধার জয়দীপ মুখার্জী বলেন,আমরা প্রত্যেক বছর এই ধরনের সামাজিক কাজ করে থাকি,আমি একটা ক্যাম্পে গিয়েছিলাম,সেখানে প্রবীর দা এবং অমরনাথ চট্টোপাধ্যায় আমাকে বলেন এই সময়ে একটা সাহায্য পেলে ভালো হতো।তার জন্যে আমরা অক্সিজেন সাপোর্ট চালু করলাম,যদিও এইটা পুরো হ্যান্ডেল করবে পৌরনিগম।সিটি কেবিল সরাসরি কাওকে দেবে না।
এদিনের অক্সিজেন সাপোর্টের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিটি কেবিলের কর্ণধার জয়দীপ মুখার্জী ছাড়াও আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়,আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস,পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলনের জনক প্রবীর ধর,মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অন্যান্য দে,কাউন্সিলর ববিতা দাস।এবং সিটি ক্যাবলের আধিকারিক থেকে শুরু করে কর্মচারীরা।