মালদা জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে এবং মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ভারত-বাংলাদেশ সীমান্তে আয়োজন করা হলো করোনা টিকাকরণ শিবিরের।
শনিবার সকালে মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজন করা হয়েছিল শিবিরের। জানা যায়, এদিন প্রায় চারশো জনকে করোনার টিকা দেওয়া হয়। এই বিষয়ে সংগঠনের সম্পাদক ফিরোজ খান জানান, আজ এই টিকাকরণ শিবিরের দ্বিতীয় দিন।
মহদীপুর ভারত-বাংলাদেশ সীমান্তের ব্যবসায়ীদের দেওয়া হল করোনা টিকা। বিভিন্ন রাজ্য থেকে চালক এবং খালাসিরা ট্রাকে পণ্য নিয়ে আসেন এই সীমান্তে। সেখানে মহদীপুর সীমান্তে করোণা টিকাকরণ শিবিরের অত্যন্ত প্রয়োজনী ছিল।