তনুশ্রী চৌধুরী,পানাগড়:-শনিবার রাতে পানাগর এর বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকায় একটি অক্সিজেন সিলিন্ডার ভর্তি 407 গাড়িতে হঠাৎই সিলিন্ডার ফেটে আগুন ধরে যায় গোটা গাড়িটিতে। তীব্র আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখে গোটা গাড়িটি আগুনে গ্রাস করে ফেলেছে।
পানাগর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দ্রুত পানাগরের দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গাড়িতে ছিল গাড়ির চালক ও খালাসী ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে, অপর একজন গুরুতর আহত কে হাসপাতালে পাঠানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ঘটনায় গাড়ি চালক বাবু চ্যাটার্জি-র মৃত্যু হয়, খালাসি বিজয় বাগ্দি আহত হয় বলে জানা গেছে।সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ বলে দমকলের প্রাথমিক অনুমান।ঘটনার তদন্ত করছে পুলিশ।