তনুশ্রী চ্যাটার্জী,পানাগড়:- গত বছরই আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল গলসি ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকা। এক বছর পার হতেই ফের ঘূর্ণিঝড়ের খবরে আগাম প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে ।এই বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক হলো। উপস্থিত ছিলেন গোলসি ১নম্বর ব্লকের প্রশাসনিক আধিকারিকরা,পঞ্চায়েত সমিতির আধিকারিকরা, গলসি ও বুদবুদ থানার আধিকারিকরা, বিদ্যুৎ দফতরের আধিকারিকরা ও পঞ্চায়েত প্রধানরা,গলসি ১নম্বর বিডিও দেবলীনা দাস,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চ্যাটার্জি।
বৈঠকে সিদ্ধান্ত হয় যাদের কাঁচাবাড়ি আছে তাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে কোভিড স্বাস্থ্যবিধি মেনে । কৃষকদের সাবধান করা হয়েছে ঘূর্ণিঝড় যশের ভয়াবহতা নিয়ে । তবে আতঙ্ক নয় , সাবধান থাকার নির্দেশ দেওয়া হচ্ছে । পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চ্যাটার্জি বলেন “ আগামীকাল থেকে তৎপরতা শুরু হয়ে যাবে , স্যানিটাইজেশনের কাজ শুরু হবে । পরিবার গুলিকে স্বাস্থ্যবিধি মেনেই রাখা হবে এইসব সুরক্ষিত এলাকায়”।