সোমনাথ মুখার্জি,অন্ডাল:- অল ইন্ডিয়া আইএনটিটিইউসির অধ্যক্ষা দোলা সেন শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের বহুলার কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ।কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের সেক্রেটারী এবং জামুরিয়ার নবনির্বাচিত বিধায়ক হরে রাম সিং তাকে ফুলের তোড়া দিয়ে এবং উত্তরীয় পরিয়ে স্বাগত জানান।
জামুড়িয়া বিধানসভার নব নির্বাচিত বিধায়ক হরেরাম সিং কে দোলা সেন মিষ্টি খাওয়িয়ে অভ্যর্থনা জানান।দোলা সেন বলেন যে শ্রমিক সংগঠনের পক্ষে হরেরাম সিং অগণিত কাজ করেছেন, এ কারণেই তিনি বিশাল ভোটে জামুরিয়ার মতো একটি কঠিন আসন জিতেছেন।