পর পর তিনটি বাইকে ধাক্কা।লরিকে ওভারটেক করতে গিয়ে একটি বাইক ধাক্কা দিল বিপরীত দিক থেকে আসা পরপর তিনটি বাইককে। দুর্ঘটনায় জখম মোট ৬ জন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে বর্ধমান কাটোয়া রাজ্যসড়কের মঙ্গলকোটের মুসারু গ্রামের কাছে। আহতদের উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে ভাতার থানার পুলিশ। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেন চিকিৎসকরা।
মঙ্গলকোটের ভাটপাড়া গ্রামের বাসিন্দা তিন যুবক জাহির মোল্লা, সাহেব শেখ এবং সাহাদুল মোল্লা মিলে একটি বাইকে চড়ে নিগনের দিক থেকে বলগোনার দিকে যাচ্ছিলেন। সেসময় বর্ধমান মুখে যাচ্ছিল একটি লরি।মঙ্গলকোটের মুশারু গ্রামের কাছে ওই লরিটিকে ওভারটেক করতে যান বাইকচালক। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসছিল আগেপিছু তিনটি বাইক। সাহাদুল মোল্লাদের বাইক পরপর ওই তিন বাইকে ধাক্কা দিলে চারটি বাইক ও আরোহীরা ছিটকে পড়েন।
ওই বাইক তিনটির মধ্যে একটিতে ছিলেন মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামের বাপি শেখ। অন্য একটি বাইকে আউশগ্রামের ভেদিয়া গ্রামের বাসিন্দা প্রতাপ ঘোষ তার স্ত্রী মালা ঘোষকে নিয়ে কাটোয়া যাচ্ছিলেন। তারাও গুরুতর আহত হয়েছেন। ঘটনার সময় লরিটি পালিয়ে যায়। পুলিশ তিনটি বাইক আটক করেছে। আহতদের মধ্যে জাহির মোল্লা, সাহাবুল মোল্লা এবং মালা ঘোষকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে।