তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-গত ৩০শে এপ্রিল কাঁকসার মলানদিঘী এলাকার চুয়া গ্রামে একটি ডাকাতির ঘটনা ঘটে। দুর্গাপুরের মাংস ব্যাবসায়ী সঞ্জয় বাগদী একটি পিক আপ ভ্যান নিয়ে ছাগল কিনতে যাচ্ছিলেন,সেই সময় চুয়া গ্রামের কাছে ডাকাতের কবলে পড়েন তিনি।
তাঁকে ও গাড়ীর চালককে মারধোর করে গাছে বেঁধে রাখে দুষ্কৃতীরা।টাকা পয়সা কেড়ে নেয়,প্রায় লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। গাড়ীটি কিছুদুর নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে পালিয়ে যায় তারা।
ঘটনার পর মলানদিঘী ক্যাম্পের পুলিশ তদন্তে নেমে দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে ৬ ব্যাক্তিকে গ্রেপ্তার করে আজ দুর্গাপুর আদালতে পাঠায়। ঘটনার পরের দিনই জঙ্গল থেকে উদ্ধার হয়েছে পিক আপ ভ্যানটি। ধৃতরা দুর্গাপুরের ফরিদপুর ব্লক সহ দুর্গাপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।