নীলেশ দাস,আসানসোল:- তীব্র গতিতে ধেয়ে আসছে 'ইয়াস' ঘূর্ণি ঝড়।আসন্ন ঘূর্ণিঝড়ের কারণে সম্পূর্ণ রাজ্যে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে চূড়ান্ত সতর্কতা মূলক ব্যবস্থা।সালানপুরের মাইথন ড্যাম্পের পার্শ্ববর্তী এলাকা গুলি সহ নৌকা বিহারে গিয়ে নৌকা চালকদের সতর্ক করেন সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অমরনাথ দাস ও এস.আই কল্যাণ নস্কর এবং এ.এস.আই মানিক মণ্ডল।
এদিন তারা মাইকিং করে জানিয়ে দেন সবাইকে আগামী ৪৮ ঘন্টা সতর্ক ভাবে থাকতে ও অযথা বাড়ি থেকে না বার হতে এবং এই সময় পাকা বাড়িতে গিয়ে আশ্রয় নিতে।তাছাড়া এই ৪৮ ঘন্টা নৌকা বিহার পুরোপুরি বন্ধ রাখতে।
মাইকিং এর মাধ্যমে এও জানানো হয় কিছু অসুবিধা হলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে।এই বিষয়ে এক নৌকা চালক জানান একদিকে লক ডাউনের জেরে আহারের যোগান করা হয়েছে মুশকিল তার উপর এই ঘূর্ণি ঝড়।এই সময় আমাদের পাশে সরকার যদি দাঁড়ায় তবে আমরা উপকৃত হব।