নীলেশ দাস,কুলটি:- রাজ্য জুড়ে যে হারে দ্বিতীয় করোনা ঢেউ আছড়ে পড়েছে তাতে করোনাতে ব্যাপক হারে আক্রান্ত হচ্ছেন মানুষকে, কোথাও মৃত্যুর মিছিল আবার কোথাও অক্সিজেনের কারণে মানুষকে হয়রানি হতে হয়েছে।তাই শনিবার কুলটি এলাকার ১০৩ নম্বর ওয়ার্ডে সকাল থেকে যজ্ঞ এবং পুজো আর্চা শুরু করে,এর পাশাপাশি কুলটি বিজেপি প্রার্থীর জয়লাবের জন্যে যজ্ঞ করেন প্রাক্তন কাউন্সিলের তথা বর্তমান বিজেপি নেতা সাধন পাল। এদিন যজ্ঞের বিষয়ে সাধন পাল কে জিজ্ঞাস করলে তিনি বলেন,আজকের যজ্ঞের উদ্দেশ্য দুটোই কারণ,প্রথম কারণ হচ্ছে, কোভিড, করোনা মহামারী মারাত্বক একটা রোগ। ভারতবর্ষে ব্যাপকভাবে যে হারে গ্রাস করেছে।যে মৃত্যুর মিছিল চলছে,এই মৃত্যু মিছিল থেকে যাতে আমরা রক্ষা পায়। সেই রক্ষার জন্যে আমরা মা দুর্গা, কালি মন্দিরে প্রার্থনা করলাম,কোনো মা -বাবা-র যেনো কোল খালি না হয়, সবাই যেনো করোনা মুক্ত হয়।আর দ্বিতীয় কারণ হচ্ছে কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দারের জন্যে যজ্ঞ শুরু করেছি।শনিবার থেকে শুরু করেছি যতক্ষণ না বিধানসভার ফলাফল বেরোই ততক্ষন এই যজ্ঞ চালিয়ে যাবে। এর পাশাপাশি কুলটির লোককে বলবো সামাজিক দূরত্ব মেনে চলুন,দূরত্ব বজায় রাখুন। বিশেষ করে কুলটির ১০৩ নম্বর ওয়ার্ডের মানুষকে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন। সরকারি গাইডলাইন মেনেই এই যজ্ঞ করেছি।