গ্যাস সিলিণ্ডার লিক করে ভয়াবহ আগুনে ভস্মীভূত হল তিনটি বাড়ি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার চকদিঘী পঞ্চায়েতের শুকপুর বালার পাড় এলাকায়।বাড়ির কর্তীৃ নমিতা মালিক রান্না করতে যাওয়ার সময় গ্যাস লিক করে হঠাৎই আগুন লেগে যায় এবং আগুনে পুড়ে যায় তিনটি ঘর।প্রতিবেশীরা পুকুর থেকে বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।তবে সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যায়। পরিবারের কেউ বাড়িতে ছিলনা। সকলেই ক্ষেত মজুরের কাজ করে।বাড়ির সব ছেলেরা ক্ষেত মজুরের কাজে বাইরে ছিল।বড় ছেলের বৌ এবং শাশুড়ি নমিতা মালিক রান্না করতে গিয়েই এই বিপত্তি ঘটে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।