আগামীকাল ভোট গণনা গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও।বর্ধমান শহরের দুটি কেন্দ্রে ভোট গণনা চলবে। একটি ইউ আই টি আর অন্যটি এম বি সি ইনস্টিটিউট। আজ এম বি সি ইনস্টিটিউট এ গিয়ে দেখা গেল শেষ মুহূর্তের সব প্রস্তুতি চলছে। কাউন্টিং সেন্টারে আলো ; প্যান্ডল ; জলের ব্যবস্থা করা হয়েছে।পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। কড়া নিরাপত্তা থাকছে এবারে কাউন্টিং সেন্টারে।কোভিড সংক্রমণের বাড়তি হারের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। যারা গণনার কাজে যুক্ত থাকবেন সেই সরকারি কর্মচারী আর কাউন্টিং এজেন্টদের কোভিড প্রোটোকল মেনে ভিতরে যেতে হবে। তাদের হয় দুবার কোভিড ভ্যাকসিন নেবার প্রমাণ থাকতে হবে। অথবা যে কোভিড টেস্ট রিপোর্টে নেগেটিভ হতে হবে।গণনাকেন্দ্রের সামনে অযথা ভিড় নিয়ন্ত্রণ করা হবে।