ওয়েবডেস্ক:- বাংলার মতো তামিলনাড়ুতেও বিধানসভা ভোট ছিল। যার কারণে জনসভা বা পথসভাতে দূরত্ববিধি মানা হয়নি। অনেকের মুখে মাস্ক ছিল না। তামিলনাড়ুতে গত 24 ঘন্টায়, 24,465 জন লোক সেখানে সংক্রামিত হয়েছে।প্রতিদিনের মৃত্যুর সংখ্যা 100 পেরিয়ে গেছে। শুক্রবার এমকে স্টালিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। তারপরে শনিবার সম্পূর্ণ লকডাউন জারি করা হল।
শনিবার, স্ট্যালিন সরকার ঘোষণা করে যে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় সম্পূর্ণ লকডাউন করতে বাধ্য হচ্ছে সরকার। তামিলনাড়ুতে সোমবার, 10 মে সকাল 4 টা থেকে দুই সপ্তাহের একটি সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হল।তবে মুদির দোকান, সবজি, মাছ এবং মাংসের দোকানগুলি দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকবে। অন্য সমস্ত দোকান বন্ধ থাকবে। মদের দোকানও পুরোপুরি বন্ধ রয়েছে। রেস্তোঁরাগুলি থেকে কেবল হোম ডেলিভারি করা যায়। জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা কাজে যেতে পারবেন।বাকিদের বাড়ি থেকে কাজ করতে হবে। পেট্রোল পাম্প খোলা আছে। মানুষ যাতে লকডাউনের প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করে রাখতে পারেন সেজন্য শনিবার এবং রবিবার সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে।