নীলেশ দাস, আসানসোল:- আসানসোলের বার্নপুরের ভুতনাথ ঘাটে জলে ডুবে মৃত্যু হলো এক বালকের।প্রত্যক্ষদর্শীরা জানান এদিন দুপুরে টোটো নিয়ে তিনজন বার্নপুরের ভুতনাথ ঘাটে দামোদর নদে স্নান করতে এসেছিলো।এরপর তিনজনই জলে স্নান করতে নেমেছিলো।স্নান করতে নেমে একজন জলে তলিয়ে যায়।এই খবর চাউর হতেই এলাকায় মানুষেরা ঘটনাস্থলে পৌঁছায়।খবর পেয়ে ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ পৌঁছায়।এরপর পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় ওই বালকের মৃতদেহ উদ্ধার করা হয়।মৃতের নাম সুব্রত সেন।বাড়ি বার্নপুরের শ্যামবাঁধ এলাকায়।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।