প্রতিনিধি,বসিরহাট:- বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার মামুদপুর এলাকার ঘটনা। সম্প্রতিকালে রাজ্যপালের সক্রিয় ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে বিভিন্ন জায়গায়।গতকাল সোমবার দুই মন্ত্রী বিধায়ক কে গ্রেপ্তারে ভুমিকায় নিয়ে সোচ্চার হয়েছেন রাজ্যের শাসক দল সহ সিপিএম কংগ্রেস।
তৃণমূল কর্মীদের অভিযোগ, যেভাবে এই মহামারীর সময় রাজ্যপাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে মন্ত্রী বিধায়কদের গ্রেপ্তার করাছেন। ইতিমধ্যে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তার-ই প্রতিবাদে আজ মঙ্গলবার হিঙ্গলগঞ্জ বিধানসভার মাহমুদপুরে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসও তপন সরকার তাদের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা রাজ্যপালের কুশপুতুল দাহ করেন তৃণমূল কর্মী সমর্থক স্থানীয় বাসিন্দারা।