নীলেশ দাস, আসানসোল:- আসানসোলে পথ চিত্রের মাধ্যমে করোনা সচেতনতার উদ্যোগ নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মঙ্গলবার আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের উদ্যোগে রাস্তার উপর পথ চিত্রের মাধ্যমে করোনা বিষয়ে মানুষদের সচেতন করা হয়। নর্থ ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা এই পথ চিত্র করে। সব মিলিয়ে এই অভিনব পথ চিত্রের মাধ্যমে করোনা আবহে মানুষদের সচেতন করা হয়েছে।একই সাথে পথ চলতি মানুষদের মাস্ক বিলি করতে দেখা যায় এদিন।