ওয়েবডেস্ক:-ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস),অ্যাসেঞ্চার-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সংস্থাগুলির ভারতীয় কর্মী ও তাদের পরিবারের লোকজনদের করোনা টিকা নেওয়ার সব খরচ দেওয়া হবে কোম্পানির তরফ থেকে।টিসিএসের মুখপাত্র জানিয়েছেন, করোনা মহামারী শুরু হওয়ার পরেই সংস্থার কর্মী ও তাঁদের পরিবারের লোকজনের চিকিত্সা ও স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে নানা কর্মসূচী নিয়েছে সংস্থা। বিনামূল্যে কোভিড টেস্টের ব্যবস্থাও করা হয়েছিল সংস্থার উদ্যোগে। এবার কর্মীদের টিকাকরণের যাবতীয় খরচও দেবে সংস্থাই।অ্যাসেঞ্চার সংস্থার চেয়ারপার্সন তথা সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর রেখা এম মেনন জানিয়েছেন, কোভিড টিকা নিতে সংস্থার কর্মীদের উত্সাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগ আরও অনেক বেসরকারি সংস্থাকে উত্সাহিত করবে। তারাও এগিয়ে এসে টিকাকরণ কর্মসূচীতে ভাগ নেবে।টিসিএস-অ্যাসেঞ্চার-ইনফোসিসের উদ্যোগ দেখে প্রশ্ন উঠেছে আর কোন কোন বেসরকারি সংস্থা কর্মীদের টিকাকরণের ব্যাপারে পদক্ষেপ নেবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন মেনে কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য যে কর্মীরা বিবেচিত হবেন, তাঁদের প্রত্যেককেই কোভ্যাক্সিন বা কোভিশিল্ড টিকার দুটি ডোজ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ইনফোসিস ।শুধু কর্মীরাই নন, তাঁদের পরিবারের লোকজনদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করবে সংস্থা। ইনফোসিসের সিইও প্রবীণ রাও বলেছেন, হেলথ কেয়ার স্কিমে টিকাকরণের ব্যবস্থা করা হবে কর্মী ও তাঁর নিকট আত্মীয়দের। সংস্থার সব কর্মীদের সুরক্ষাই লক্ষ্য, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।