ওয়েবডেস্ক:-লকডাউনের মধ্যে কোনো রকমের ছবি করতে শোনা যায়নি আয়ুষ্মান কে। তার নতুন ছবি আসার কথা প্রায় সকলেই শুনে এসেছে। বলিঅভিনেতা কে প্রায় সকলেই আবার পর্দায় দেখার জন্য অপেক্ষারত। দীর্ঘ দিন পর গত কাল তার অবসান ঘটলো। কাজের মাঠে পাওয়া গেলো আয়ুষ্মান খুরানা কে। গত কাল তার নতুন ছবি অনুভব পরিচালিত ” অনীক “- এর ফার্স্ট লুক দেখা গেছে সোশ্যাল জগতে।আর্টিকেল ১৫’-এর পর একবার অনুভব সিনহার সঙ্গে জুটি বাঁধছেন আয়ুষ্মান খুরানা। ছবির নাম “অনীক “। মঙ্গলবার সামনে এল আয়ুষ্মানের ফার্স্ট লুক। মিলিটারি গ্রিন জ্যাকেট জিপে চড়ে বসতে দেখা গেছে। তবে দর্শকের নজর কাড়ল আয়ুষ্মানে ভ্রুতে করা স্ট্রাইক। দ্বিতীয় ছবিটি ছিল পরিচালক অনুপ সিনহার সঙ্গে, হতে একটি ক্ল্যাপবোর্ড। ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আয়ুষ্মান নিজেই। এবং তিনি তাতে লেখেন, ” অনুভব সিনহা স্যারের সঙ্গে আবার জুটি বাঁধতে পেরে খুশি। এটাই হল আমার জোশুয়া লুক”। এ লিখে তিনি সেটি অনুভব সিনহা – কে এবং ভূষণ কুমারকে ট্যাগ করেন।জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে ” অনীক “- এর শ্যুটিং। গোটা উত্তর – পূর্ব জুড়ে চলছে ছবির শ্যুটিং। ভূষণ কুমারের টি-সিরিজ-এর সঙ্গে মিলে এই ছবির যৌথ প্রযোজনায় রয়েছে অনুভব সিনহার বেনারস মিডিয়া। ” অনিক ” ছাড়া ও আয়ুষ্মান কে দেখা যেতে পারে অগণ্য ছবি ‘চন্ডীগড় করে আশিকি’ ও ‘ডক্টর জি’ ছবিতে।