ওয়েবডেস্ক:-২০১৮ - এর বড়ো পর্দায় আমরা পেয়েছিলাম শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় দ্বারা পরিচালিত উইন্ডোজ প্রদজিত এক সুন্দর ছোটদের ছবি ” হামি ” যেখানে তুলে ধরা হয়েছিল দুটি শিশুর নিষ্পাপ বন্ধুত্বের গল্পো। এটি বক্স অফিসে ইতিবাচক পর্যালোচনা ও পাই।আবার প্রায় আড়াই বছর পর দর্শক পেতে চলেছে ” হামি “। উইন্ডোজ প্রোডাকশন হাউস সোশ্যাল মিডিয়াতে রিলিজ করলো “হামি ২ “- এর এক আকর্ষণীয় পোস্টার। যাতে একটি হলুদ মাস্কের উপরে আছে মিষ্টি হামির ছাপ। এবারও পরিচালনায় থাকছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ছবিটি সম্ভবত রিলিজ হতে পারে এবছর ২৫ ডিসেম্বরে।ইতি মধ্যে সেই পোস্টার জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে ফ্যানস দের মনে। সকলে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন এই ছবির রিলিজ এর জন্য। একের পর এক কমেন্ট আসছে পোস্টারটি তলায়। কেউ বলছে, ‘ অপেক্ষায় রইলাম ‘ তো কেউ বললেন, ‘ আর পারছি না……। তাড়াতাড়ি রিলিজ করুন প্লিজ…! ‘ এই ছবির রিলিজ নিয়ে প্রায় সকলেই উচ্ছসিত।