Type Here to Get Search Results !

আবারও চরম নৃশংসতার সাক্ষী থাকলো মায়ানমার




ওয়েবডেস্ক:-১ ফেব্রুয়ারি আচমকাই দেশের শাসনক্ষমতা নিজেদের হাতে তুলে নেয় মায়ানমার সেনা। পালটা সেনা অভ্যুত্থানের প্রতিবাদে পথে নামে দেশের আমজনতা। কোথাও তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তো কোথাও আবার শান্তিপূর্ণ অবস্থান করছেন। কিন্তু আন সাং সু কি পন্থীদের দমনে মরিয়া সে দেশের সেনা।সেই উদ্দেশে নির্বিচারে দমন পীড়ন চালাচ্ছে তারা। আবারো চরম নৃশংসতার সাক্ষী থাকলো আন সাং সু কি-এর দেশ। একদিনে ৩৮ গণতন্ত্রকামী মানুষকে গুলি করে মারল সেনা ও পুলিশ। সেনার বর্বরোচিত আচরণে স্তম্ভিত গোটা বিশ্ব।একদিনে সর্বাধিক ১৭ জনের মৃত্যুর খবর আগেই সামনে এসেছিল।কিন্তু এবার সেই বীভত্সতাকে ছাপিয়ে গেল বুধবার রাতের নৃশসংসতা।এ প্রসঙ্গে মায়ানমারে নিযুক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূত ক্রিশ্চিন স্কেরানের বারজানের জানিয়েছেন, ‘সেনা অভ্যুত্থানের পর থেকে এটাই সবচেয়ে বীভত্স রক্তক্ষয়ী দিন। একদিনে ৩৮ জনের মৃত্যু হল। ইতিমধ্যে মোট মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।’রাষ্ট্রসংঘের বিশেষ দূত আরও জানিয়েছেন, এখনই এই বর্বরোচিত কার্যকলাপ বন্ধ না করলে বহু দেশে মায়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে।এসব দেখেও সেনার পদস্থ কর্তা সাফ জানিয়েছ দিয়েছেন, এই ধরণের হুঁশিয়ারিতে তাঁরা অভ্যস্ত। সম্পর্ক ছিন্ন করলেও মায়ানমারের কোনও ক্ষতি হবে না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad