Type Here to Get Search Results !

boAt লঞ্চ করল 'T-Rebel' কালেকশনের হেডফোন





ওয়েবডেস্ক:-boAt মহিলাদের জন্য এক্সক্লুসিভ ভাবে 'T-Rebel' কালেকশনের হেডফোন, ইয়ারফোন, এবং ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করেছে। 'T-Rebel' কালেকশনটিতে আছে হেডফোন, ইয়ারফোন এবং ওয়্যারলেস ইয়ারবাড এর মত ডিভাইস। boAt-র নিজস্ব ভাবনায় তৈরি এই হেডফোনগুলি একেবারে নতুন রকমের ডিজাইনকে সামনে এনেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে এই কালেকশন ব্লু, লাইম, রেড, ইয়েলো এবং পিঙ্ক রঙে পাওয়া যাবে। T-Rebel ব্র্যান্ডের ট্রু ওয়্যারলেস ইয়ারফোন, নেকব্যান্ড ওয়্যারলেস ইয়ারফোন, এবং ওয়্যার্ড ইয়ারফোনগুলি ৩৯৯ থেকে ২,৯৯৯ টাকার মধ্যে পাওয়া যাবে। এরমধ্যে boAt BassHeads এর দাম রাখা হয়েছে সবচেয়ে কম (৩৯৯ টাকা), এবং সবচেয়ে বেশি দামে এসেছে boAt Airdopes 441Pro।Amazon,Flipkart এর পাশাপাশি boAt এর নিজস্ব ওয়েবসাইটে থেকে প্রোডাক্টগুলি কেনা যাবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad