প্রতিনিধি,কাঁকসা:-কাঁকসা গোপালপুর আমরা কজন ক্লাবের উদ্যোগে এক দিবশীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গোপালপুর মিতালি সংঘের মাঠে।এদিন ক্রিকেট প্রতিযোগীতায় মোট ৮টি দল অংশ নেয়।যার মধ্যে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় সৌম একাদশ ও বামুনারা একাদশের মধ্যে ।চূড়ান্ত পর্যায়ে খেলায় জয়ী হয় সৌম্য একাদশ।এদিন দুটি দলের হাতে পুরস্কার তুলে দেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সময় দেবদাস বক্সী।