প্রতিনিধি,পানাগড়:-মিঠু দাস নামের এক মহিলার উদ্যোগে পানাগড় অগ্রগামী ক্লাবের সহযোগিতায় ক্লাবের মাঠে ক্রিকেট কোচিং সেন্টারের উদ্বোধন করা এদিন।ক্লাবের সভাপতি পিনাকী ব্যানার্জী বলেন, এলাকায় অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তারা সঠিক প্রশিক্ষণ নিতে গেলে তাঁদের দুর্গাপুর বা কলকাতায় যেতে হতো।কিন্তু সেখানে গিয়েও তারা ভর্তি হতে পারতো না।তাই বেহালা একাডেমি অফ এমিনেন্ট ক্রিকেটার্স সংস্থার সাথে কথা হয়। তাঁরাও ইচ্ছা প্রকাশ করে পানাগড় অগ্রগামী মাঠে কোচিং সেন্টার খোলার জন্য। তাঁদের সহযোগিতায় এদিন ক্রিকেট কোচিং সেন্টারের উদ্বোধন করলেন ক্লাবের সদস্যরা।প্রশিক্ষণ নিতে আসা খুদে ক্রিকেটাররা এলাকায় কোচিং সেন্টার হওয়ায় খুশি। কোচিং নিয়ে বড় ক্রিকেটার হবার স্বপ্ন দেখতে শুরু করেছে ইতিমধ্যে।এলাকায় কোচিং সেন্টার হওয়ার জন্য খুশি অভিভাবকরাও।
তারা জানিয়েছেন আগে তাঁদের সন্তানের ক্রিকেটার হবার স্বপ্ন পূরণ করতে গেলে দূরে যেতে হতো। অনেক অভিভাবকের পক্ষে তা সম্ভব হতো না। নিজের এলাকায় কোচিং সেন্টার হবার সুবাদে তাঁদের অনেকটাই সুবিধা হয়েছে।বেহালা একাডেমি অফ এমিনেন্ট ক্রিকেটার্স এর সভাপতি তথা পানাগড় রেলপাড়ের কোচিং সেন্টারের উদ্যোক্তা মিঠু দাস জানিয়েছেন দীর্ঘদিন ধরে তাঁর ইচ্ছা ছিলো পানাগরে একটা কোচিং সেন্টার খোলার,এলাকার খুদে ক্রিকেটার ও তাঁদের অভিভাবকদের মধ্যেও চরম উৎসাহ দেখা যাচ্ছে। আগামী দিনে পানাগরের কোচিং সেন্টার থেকে প্রতিভাবান ক্রিকেটার ভালো জায়গায় খেলার সুযোগ পায় তাঁর জন্য কোচিংয়ে কোনো রকম খামতি থাকবে না বলে জানিয়েছেন তিনি।