Type Here to Get Search Results !

লীনা-শৈবালের নতুন ছবিতে দেব





ওয়েবডেস্ক:- বছর শুরুতে থিয়েটারে ১০০ শতাংশ আসনের অনুমতি দেন মুখ্যমন্ত্রী। তারপর কেন্দ্রীয় সরকারের তরফে এই অনুমোদনে আমল দিলে আগের থেকে পরিস্থিতি অনেকটাই চাঙ্গা হবে বলে আশাবাদী টলিপাড়া বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিকমহল।সেইসূত্রে নতুন ছবির ঘোষণাও শুরু করে দিয়েছে একাধিক পরিচালক। আপাতত সেলুলয়েডে নতুন গল্পে নতুন চরিত্রে প্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখতে মুখিয়ে বাংলার সিনেমাপ্রেমীরা। এরই মধ্যে সিনেপ্রেমীদের জন্য দারুন খবর।লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ছবিতে দেখা যাবে দেবকে। লীনা গঙ্গোপাধ্যায়ের এক ফেসবুক পোষ্ট এমনটাই ইঙ্গিত দিচ্ছে। সেই পোষ্ট নিজের প্রোফাইলে শেয়ার করে দেব লেখেন, সাঁঝবাতির পর আবার মিটিং হল। পরবর্তী কাজের জন্য তৈরি হচ্ছি। প্রযোজক অতনু রায়চৌধুরীর কথায়, ‘ চারজন একসাথে বসেছিলাম। সেরাম কিছুই ঠিক হয়নি। সাম্প্রতিক নানা বিষয়ে চলছিল আড্ডা। তবে নতুন কাজ নিয়ে প্রাথমিক কিছু কথাবার্তা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৪ জুন অতনু রায়চৌধুরী নিবেদিত ‘টনিক’ ছবি সিনেমাহলে মুক্তি পেতে চলেছে। এই ইচ্ছেপূরণের গল্পে অভিনয় করতে দেখা যাবে দেব এবং পরান বন্দোপাধ্যায়কে। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘সাঁঝবাতি’ বেশ সাড়া ফেলেছিলো বক্স অফিসে।দেব এবং পাওলির অসাধারণ অভিনয়, তারওপর বাড়তি পাওনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চমকপ্রদ অভ্যুদয়। দেব এবং সৌমিত্রের যুগল এখনো ভোলেনি বাঙালি সিনেমাপ্রেমী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad