Type Here to Get Search Results !

দক্ষিণ বঙ্গের বাণিজ্যিক প্রসার এর ক্ষেত্রে অন্ডাল বিমান বন্দর এর গুরুত্ব বাড়লো





প্রতিনিধি,অন্ডাল:- দক্ষিণ বঙ্গের বাণিজ্যিক প্রসার এর ক্ষেত্রে অন্ডাল বিমান বন্দর এর গুরুত্ব বাড়লো। ইতিমধ্যেই দিল্লি চেন্নাই ও মুম্বাই বিমান যোগাযোগ ছিল ।এবার জুড়লো ব্যাঙ্গালুরু ।  রাজ্য সরকারের এম এস এম ই এন্ড  টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ও ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর উদ্যোগে বুধবার দুর্গাপুর এ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো । সাউথ বেঙ্গল বিজনেস কংক্লেভ এন্ড সিনার্জি সাউথ বেঙ্গল নামে সম্মেলনে দক্ষিণ বঙ্গের ছটি জেলার বাণিজ্যিক প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন । অন্ডাল বিমানবন্দর থেকে 21 ফেব্রুয়ারী বেঙ্গালুরু বিমান পরিষেবা চালু হবে বলে জানালেন  ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ কমার্স এন্ড এন্টারপ্রাইস এর সচিব বন্দনা যাদব এই কথা জানান । অন্যদিকে, রাজ্যের অর্থ মন্ত্রী ভার্চুয়ালি এই সামিট এর আনুষ্ঠানিক উদবোধন করেন । WBIDC র চেয়ারম্যান এক  একান্ত সাক্ষাৎকারে জানান দক্ষিণ বঙ্গের দেওচা পাছামিতে রাজ্য সরকার যে নতুন কয়লা খনির কাজ শুরু করবে তার জমি অধিগ্রহন নিয়ে জটিলতা অচিরেই শেষ হবে ও আগামী 23 সালের মধ্যে খনির উৎপাদন শুরু করার লক্ষ মাত্রা রাখা হয়েছে । এদিন ছ জেলার বাণিজ্যিক প্রতিনিধিদের সমস্যা শুনে সমাধান এর দ্রুত আশ্বাস দেন উচ্চ স্তরের সরকারি প্রতিনিধিরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad