ফের উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার পাঁচিল দিয়ে পৌষ মেলার মাঠ ঘেরাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার থেকেই মেলার মাঠ ঘিরে ফেলাকে কেন্দ্র করে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলার শুরু। রবিবার দিনভর চলে সেই টানাপোড়েন। সোমবারের পরিস্থিতি হয়ে উঠল আরও ভয়ংকর ।
এদিন বুল ডজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় মেলার মাঠের লোহার গেট । তছনছ করে দেওয়া হয় মেলার মাঠ ঘেরার জন্য অস্থায়ীভাবে তৈরী করা ক্যাম্প অফিস ।নতুন তৈরি হওয়া পাঁচিল জেসিবি মেশিন দিয়ে তাঁরা গুঁড়িয়ে দেয়। দরজা ঠেলে তালা ভেঙে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এদিন ঘটনাস্থলে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি।
বিশ্বভারতী কর্তৃপক্ষের বক্তব্য ,হাইকোর্টের নির্দেশেই তারা মাঠ ঘেরার কাজ শুরু করেছেন । কিন্তু সেই যুক্তি মানতে নারাজ আনন্দোলনকারীরা । তাদের দাবি, কোনো অবস্থাতেই শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ ঘেরা যাবে না । এই দাবিতেই অনড় দল মত নির্বেশেষে বোলপুরের মানুষ, শান্তিনিকেতনের আশ্রমিক থেকে শুরু করে ছাএছাত্রীরা ।