একদিকে কোভিডের গ্রাফ উদ্ধমুখী। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে।বাড়ছে
মৃত্যুর সংখ্যাও।কিন্তু পাশাপাশি বর্ধমানে সুস্থতার হার বেশ ভালো।কোভিড হাসপাতাল
থেকে প্রতিদিন আক্রান্ত মানুষজন একেবারে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।সপ্তাহ খানেক আগে
বর্ধমান শহরের বিসি রোডের একজন ব্যবসায়ী কোভিডে আক্রান্ত হয়। তাঁর ব্যবসায়িক
প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যদের পাশাপাশি দোকানের কর্মচারীরা যান
কোয়ারেন্টিনে। তিনি এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার দোকানের ঝাঁপ উঠে
দোকান চালু হয়েছে।
সোমবার আক্রান্ত ব্যবসায়ীকে সম্বর্ধনা দেওয়া হল।ব্যবসায়ী
সুরক্ষা সমিতির পক্ষ থেকে এদিন তাঁকে সম্বর্ধিত করা হয়।সমিতির সাধারণ সম্পাদক
বিশ্বেশ্বর চৌধুরী বলেন,প্রতিদিন আক্রান্তের খবর
আসছে। সাধারণ মানুষের পাশাপাশি, ব্যবসায়ী সহ সকলেই কোভিডে আক্রান্ত হচ্ছেন।দোকানপাট ঠিক মত খোলা যাচ্ছে
না।করোনা ভাইরাসের রাশ টানতে প্রশাসন তৎপর। বাজারে ভিড় নিয়ন্ত্রণে বিভিন্ন রকম
ব্যবস্থা নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। তবু কোভিডকে
ঠেকানো যাচ্ছে না।আমাদেরই সমিতির সদস্য বেশ কয়েকদিন আগে করোনা পজিটিভ হন।তাঁকে কোভিড
হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি রোগমুক্ত সুস্থ। তাই তাকে সমিতির পক্ষ থেকে
সম্বর্ধনা দেওয়া হল। এইভাবেই সমিতির একে অপরের বিপদে বা সমস্যায় পাশে থাকবে।
ব্যবসায়ী পরিবারের সদস্যরা এই ঘটনায় খুব খুশি।পরিবারের সদস্য রাজেশ ধর জানান, সমিতি সব সময়ে তাদের পরিবারের পাশে ছিক আক্রান্ত হওয়ার পর নিয়মিত খোঁজ খবর
নেওয়া সবই করেছে। সুতরাং কোভিডে আক্রান্ত হলে ভয় খাবেন না। বরং মনের জোরকে নিয়ে
লড়াই করতে হবে।
অন্যদিকে সমিতির সাধারণ সম্পাদক বিশ্বেশ্বর চৌধুরী বলেন ধীরে পরিস্থিতি কেটে
যাবে।তিনি আশাবাদী আবার সব কিছু ছন্দে ফিরবে।