নীলেশ দাস,আসানসোল:- সেপ্টেম্বর মাসের দ্বিতীয় লকডাউনের দিনে প্রভাব দেখতে পাওয়া গেলো সালানপুর ব্লকের সমস্ত জায়গায়,রাস্তায় মধ্যে যানবাহন সংখ্যা দেখা গেলো খুব কমমাত্রায় ।দেন্দুয়া,কল্যানেশ্বরী,সালানপুর,সামডি,রূপনারায়ানপুর,ডাবর মোড়ে সমস্ত দোকানপাট দেখতে পাওয়া গেলো বন্ধ।প্রতিনিয়ত সালানপুর ব্লকের বিভিন্ন রাস্তায় টহল দেওয়া হচ্ছে পুলিশের তরফে।কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে কল্যানেশ্বরী বর্ডার ও রূপনারায়ানপুর বর্ডারে পশ্চিমবঙ্গে আগত যানবাহনে চলানো হচ্ছে তল্লাশি,সঠিক তথ্য ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে। তাছাড়া যেসব ব্যাক্তি অকারনে রাস্তায় বের হয়েছে তাদের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাট অনুসারে কেস রুজ করানো হচ্ছে।
সেপ্টেম্বর মাসের দ্বিতীয় লকডাউনে সালানপুর ব্লকের বিভিন্ন রাস্তায় টহল পুলিশের
September 11, 2020
0