নিলেশ দাস, আসানসোল:- রবিবার সকালে দোমহানি আসানসোল রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা। এলাকাবাসীদের বক্তব্য দোমহানি হাটের কাছে সামান্য বৃষ্টি
হলে জল জমে যায়, রবিবার সকালে
সামান্য বৃষ্টি হবার ফলে জল জমে পুকুরের সৃষ্টি হয়। আশেপাশের বাড়ী এবং দোকানে জল
ঢুকে যায়, নিকাশী ব্যাবস্থা
ঠীক করার জন্য এলাকাবাসীরা বিধায়ক এবং বিডিওকে বারবার বলা সত্বেও কোন কাজ না হবার
কারণে রাস্তা অবরোধ করা হয় এদিন। রাস্তা
অবরোধ হবার কারণে বাস বন্ধ হয়ে যাবার ফলে দুর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রীদের।প্রায়
একঘন্টা পর বারাবনি থানার পুলিশ এসে অবরোধকারীদের আশ্বাসন দেবার পর রাস্তা অবরোধ
তুলে নেয় অবরোধকারীরা।