তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এলাকাবাসীর আবেদনে সাড়া দিয়ে বর্ধমান দুর্গাপুরের সংসদের উদ্যোগে অবশেষে আগামী ১৮ তারিখ থেকে দুটি গুরুত্বপূর্ণ ট্রেন পানাগড়ে স্টপেজ দেবে।রেল মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ।রেল মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি আজ পানাগরের মানুষের কাছে পৌঁছোতেই খুশি পানাগড়ের বাসিন্দারা।
বিজেপির কাঁকসা ২ নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি জানিয়েছেন দীর্ঘদিন ধরে মানুষের একটা দাবি ছিল আসানসোল থেকে শিয়ালদা যাওয়ার ইন্টারসিটি এক্সপ্রেস এবং হাওড়া থেকে প্রয়াগগঞ্জ বিভূতি এক্সপ্রেস পানগরে স্টপেজ দেওয়ার জন্য। বর্ধমান দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া কে পানাগড়ের বাসিন্দারা এই বিষয়ে দাবি জানান।
অবশেষে সাংসদের উদ্যোগে আগামী ১৮ তারিখ থেকে এই দুটি ট্রেন পানাগড়ে স্টপেজ দেবে। এর ফলে পানাগরের মানুষদের হাওড়া যেতে এবং শিয়ালদহ যাতায়াত করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি।